রিজার্ভ ডলার বিক্রি নিয়ে বাংলাদেশ ব্যাংকের লুকোচুরি
রিজার্ভ থেকে ডলার বিক্রি নিয়ে চলছে লুকোচুরি। বাংলাদেশ ব্যাংক এই বিষয়টিকে গোপন রাখার চেষ্টা করছে। যদিও গত আগস্টের মাঝামাঝি সময়ে গভর্নর ড. আহসান এইচ মনসুর ঘোষণা দিয়েছিলেন যে, রিজার্ভ থেকে আর ডলার বিক্রি করা হবে না। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, এই ঘোষণা কার্যকর হয়নি; আগস্ট থেকেই রিজার্ভ থেকে ডলার বিক্রি অব্যাহত রয়েছে এবং অক্টোবরেও সেই বিক্রি অব্যাহত ছিল। তবু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে না।
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ১৩:০২