কুষ্টিয়া-নাটোরে বেড়েছে চুরি-ছিনতাই
চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধ বেড়েছে কুষ্টিয়ায়। গত এক মাসে জেলায় সংঘটিত হয়েছে এমন শতাধিক অপরাধ। বারবার পুলিশে অভিযোগ জানিয়েও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। একই অবস্থা নাটোরেও। স্থানীয়দের অভিযোগ, আগস্টের পর পুলিশের নড়বড়ে অবস্থানের কারণে মাথা চাড়া দিয়ে উঠছে অপরাধীরা।