১০ বছর পর বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ
দীর্ঘ ১০ বছরের অপেক্ষার পর অবশেষে বাংলাদেশ নারী ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে নিজেদের যাত্রা শুরু করেছে। ২০১৪ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে জয় পাওয়ার পর থেকে পরবর্তী চারটি বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। তবে বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে ১৬ রানের জয় দিয়ে বাংলাদেশ তাদের বিশ্বকাপ মিশন শুরু করেছে।
শারজায় অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে। জবাবে স্কটল্যান্ডের ইনিংস থামে ৭ উইকেটে ১০৩ রানে। বাংলাদেশের পেসার রিতু মনি ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান।
এই জয়ে বাংলাদেশ দলের দুই খেলোয়াড় মাইলফলক স্পর্শ করেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তার ক্যারিয়ারের ১০০তম ম্যাচ খেলেন, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম। পাশাপাশি বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে একশ উইকেটের কৃতিত্ব অর্জন করেন। নাহিদা ৮৮ ম্যাচে ১০০ উইকেট নেন, যা বাংলাদেশের ক্রিকেটে উল্লেখযোগ্য সাফল্য।
যদিও বাংলাদেশের ব্যাটিং কিছুটা হতাশাজনক ছিল, তবু সোবহানা মোস্তারির ৩৬ রানের ইনিংস দলকে ভালো সংগ্রহ এনে দেয়। অধিনায়ক জ্যোতি ১৮ বলে ১৮ রান করেন, তবে সেঞ্চুরির ম্যাচটি তাকে বড় অবদান রাখতে দেয়নি। স্কটল্যান্ডের ব্যাটিংয়ে ওপেনার সারাহ ব্রাইস সর্বোচ্চ ৪৯ রান করেন। কিন্তু তার একক প্রচেষ্টা স্কটিশদের জয়ের দিকে নিয়ে যেতে পারেনি।
স্কটিশ বোলার সাসকিয়া হরলি ১৩ রানে ৩ উইকেট নেন। তবে ম্যাচের নিয়ন্ত্রণ পুরো সময়জুড়ে ছিল বাংলাদেশের হাতে।