সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
Monday , 23 December 2024
২০ জমাদিউস সানি ১৪৪৬

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২১:৫২, ১৮ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৯:১৮, ১৯ সেপ্টেম্বর ২০২৪

চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব, আজ করেছেন অনুশীলন

চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব, আজ করেছেন অনুশীলন

চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব, আজ করেছেন অনুশীলন

চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব, আজ করেছেন অনুশীলন

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দু’দিন আগে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে দলের সঙ্গে যোগ দেন সাকিব।

পাকিস্তান সিরিজ শেষে জাতীয় দলের সঙ্গে দেশে ফেরেননি সাকিব আল হাসান। ইংল্যান্ডে উড়ে যান কাউন্টি খেলতে। সেখান থেকে ফের জাতীয় দলে যোগ দিলেন সাকিব। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ভারতে পৌঁছাছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

 

গত ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে দেশ ছাড়েন নাজমুল হোসেন শান্তরা। তার দুদিন পর গতকাল রাতে ভারতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। আজ দলের সঙ্গে অনুশীলনও করেছেন

কাউন্টিতে সারের হয়ে এক ম্যাচ খেলে বোলিংয়ে নৈপুণ্য দেখান সাকিব আল হাসান। দুই ইনিংস হাত ঘুরিয়ে নেন ৯ উইকেট। অবশ্য ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি টাইগার ক্রিকেটার। প্রথম ইনিংসে ১২ রানে আউট হওয়া সাকিব দ্বিতীয় ইনিংসে খুলতে পারেননি রানের খাতা।

 

আগামীকাল সকাল ১০টায় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর, কানপুরে। টেস্টের লড়াই শেষে টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ম্যাচ তিনটি হবে যথাক্রমে ৬, ৯ ও ১২ অক্টোবর।

সর্বশেষ

জনপ্রিয়