সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
Monday , 23 December 2024
২০ জমাদিউস সানি ১৪৪৬

প্রকাশিত: ১৩:৫৭, ১২ সেপ্টেম্বর ২০২৪

শরিফুলকে বাদ দিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

ভারতের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

ভারতের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

ভারতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দুই টেস্টের সিরিজ শুরু করবে বাংলাদেশ। দুই টেস্টের সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। দলে থাকছে না পেসার শরিফুল ইসলাম।

 

ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাকের আলী অনিক। ওয়ানডে টি-টোয়েন্টির পর টেস্টে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। পাকিস্তান সফরে থাকা দল থেকে বাদ পড়েছে পেসরা শরিফুল ইসলাম। তিনি বাদ পড়েছেন ইনজুরির কারণে। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলেননি তিনি।

 

ভারত সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দলে আছেন চার পেসার। এছাড়া অলরাউন্ডার সাকিব আল হাসান মেহেদি মিরাজসহ চার স্পিনার নেয়া হয়েছে দলে।

উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। এরপর দ্বিতীয় টেস্টে ২৭ সেপ্টেম্বর কানপুরে মুখোমুখি হবে দুই দল।

 

বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, জাকির হোসাইন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান খালেদ আহমেদ।

সর্বশেষ

জনপ্রিয়