১৩ বছর পর কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাকিবের স্মরণীয় প্রত্যাবর্তন
কাউন্টিতে প্রথম দিনে সাকিবের ৪ উইকেট
সারের হয়ে এর চেয়ে ভালো অভিষেক হতে পারত না সাকিব আল হাসানের। ১৩ বছর পর কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফিরে সাকিব প্রত্যাবর্তনটা করে রাখলেন স্মরণীয়। বাংলাদেশের এই অলরাউন্ডার একাই ৪ উইকেট শিকার করে সারের প্রতিপক্ষ সমারসেটকে অলআউট করেছেন ৩১৭ রানে।
কাউন্টিতে সারের হয়ে নিজের অভিষেক ম্যাচের প্রথম দিন সমারসেটের বিপক্ষে ম্যাচের দলের প্রায় এক তৃতীয়াংশ ওভারই করলেন বাংলাদেশ অলরাউন্ডার। আর শেষ সেশনের তিন উইকেট নিয়ে হলেন দলের সেরা বোলারও।
ইংলিশ কন্ডিশনে স্পিনারদের আধিপত্য বরাবরই কম৷ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে মাত্র এক ম্যাচের জন্য সারের সাকিবকে মরিয়া হয়ে নেওয়ার মূল কারণ অবশ্য সেই স্পিনই। এই ম্যাচে দলটির একমাত্র স্বীকৃত স্পিনার তিনিই৷ আর সেটার বহিঃপ্রকাশ ঘটে প্রথম ঘন্টাতেই।
শুরু থেকেই দারুণ বোলিং করতে থাকা সাকিবকে অবশ্য উইকেট পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। প্রথম সেশনে উইকেটশূন্য থাকা সাকিব প্রথম উইকেটের দেখা পান নিজের ২১তম ওভারে গিয়ে। টম অ্যাবেলের স্টাম্প উপড়ে প্রথম উইকেটটি নেন তিনি। পরের শিকার অলড্রিসকেও বোল্ড করেন সাকিব। তৃতীয় উইকেটটি আসে স্টাম্পিং থেকে। চতুর্থ শিকার র্যান্ডেলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেন সাকিব।
২০১০ সালে প্রথমবারের মতো ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘরোয়া এই লিগটিতে খেলেন তিনি। কাউন্টিতে নিজের প্রথম মৌসুমে উস্টারশায়ারের হয়ে ৮টি ম্যাচ খেলেন বাংলাদেশ অলরাউন্ডার। পরের মৌসুমেও এই ক্লাবটি সাকিবকে দলে নেয়, খেলেন একটি ম্যাচ।