সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
Monday , 23 December 2024
২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৮, ৩ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৬:২০, ৪ সেপ্টেম্বর ২০২৪

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ 

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ 

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ 

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে স্বাগতিক পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে বিরুদ্ধে তাদের প্রথম টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

সাদা পোশাকে নতুন এক বাংলাদেশকে দেখলো ক্রিকেটবিশ্ব। পাকিস্তানের বিপক্ষে কখনো টেস্ট জিততে না পারা দলটা পাকিস্তানকে তাদের মাঠেই হোয়াইটওয়াশ করে ইতিহাস সৃষ্টি করলো। দ্বিতীয় টেস্টে তারা বাবর আজমদের হারিয়েছে ৬ উইকেটে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অধীনে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই পাকিস্তানকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল টাইগাররা।

এটি বাংলাদেশের নবম টেস্ট সিরিজ জয়। আর দেশের বাইরে তৃতীয় টেস্ট সিরিজ জয় টাইগারদের। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তাদেরই মাঠে জয় পেয়েছিল বাংলাদেশ। অন্যদিকে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা পেলো পাকিস্তান 

সর্বশেষ

জনপ্রিয়