সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
Monday , 23 December 2024
২০ জমাদিউস সানি ১৪৪৬

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:২৯, ২১ আগস্ট ২০২৪

বাংলাদেশে হচ্ছে না নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ  

বাংলাদেশে হচ্ছে না নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ  
ছবি: সংগৃহীত

গত এক মাসের বেশি সময়ে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে সংশয়টা ছিলই। শেষ পর্যন্ত সত্যি হলো সেটিই। ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানিয়েছে আইসিসি।

 আগামী অক্টোবরে বাংলাদেশে এ টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল। বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে এটি অনুষ্ঠিত হবে।

গতকাল মঙ্গলবার এক ভার্চ্যুয়াল বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয় আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মিটিংয়ের বরাত দিয়ে ক্রিকেটভিত্তিক ওয়েকসাইট ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে।

ক্রিকবাজ বলছে, আইসিসির বোর্ড মিটিংয়ে অংশগ্রহণকারী বোর্ড সদস্য ও পরিচালকরা একমত হন যে, বাংলাদেশর চলমান পরিস্থিতিতে আর্ন্তজাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে পারে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এ মিটিংয়ে যে প্রতিনিধি ছিলেন তিনিও বাংলাদেশ থেকে টুর্নামেন্টটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে রাজি হন।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তবুও বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নয় অনেক দেশ। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ ভ্রমণ সতর্কতা দিয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো দেশগুলো।

এমন অনিশ্চয়তায় বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারবে কি না, তা নিয়ে গত ১০ আগস্ট কথা বলেন অন্তর্বর্তীকালী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি সেদিন বলেছিলেন, ‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের বিষয়টি আমার চোখে পড়েছে। আমি এখন থেকেই তৎপরতা শুরু করেছি। আশা করি, এটা বাংলাদেশের বাইরে যাবে না। দেশ গঠনের সময়ে যদি এ রকম কিছু ঘটে, তাহলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে।’

এরপর গত রবিবারও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো মাইলফলক হবে। যেহেতু বাংলাদেশ একটা সংকটকাল পার করছে, একই সঙ্গে যারা আমাদের মেহমান হয়ে আসবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। সবকিছু বিবেচনায় এটা শুধু ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে সীমাবদ্ধ নেই; রাষ্ট্রীয় বিষয়।’

তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস স্যার আছেন, নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, সবার সঙ্গে কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নেব। এ ব্যাপারে আইসিসির সঙ্গে আমাদের আলোচনা চলমান আছে। আশা করি, দ্রুতই এ বিষয়ে একটা সিদ্ধান্ত জানাতে পারব।’

সর্বশেষ

জনপ্রিয়