বুধবার , ০৫ ফেব্রুয়ারি ২০২৫
Wednesday , 05 February 2025
০৬ শা'বান ১৪৪৬

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৩:০৭, ১৮ জানুয়ারি ২০২৫

সোহেল তাজের বিয়ে, ভাইরাল  বিয়ের ছবি

সোহেল তাজের বিয়ে, ভাইরাল  বিয়ের ছবি

সোহেল তাজের বিয়ে, ভাইরাল  বিয়ের ছবি

বাংলাফের বিয়ে করেছেন সোহেল তাজ । নেট দুনিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে তাদের বিয়ের ফটোশুটের কিছু ছবি ও ভিডিও। রাজধানীর বনানীর একটি অভিজাত রেস্তোরাঁয় শুক্রবার এই বিয়ে সম্পন্ন হয়।  

সোহেল তাজের স্ত্রীর নাম শিমু, যিনি ‘আয়রন গার্ল’ নামে পরিচিত। শিমু ঢাকার বাসিন্দা হলেও তার বাড়ি ঠাকুরগাঁও।  
  
একটি ভিডিওতে দেখা যায়, মালাবদল করছেন নবদম্পতি। শিমুর বিয়ের পোশাকের ওড়নায় লেখা ছিল, "সোহেল তাজের বৌ শিমু"। বিয়ের এই ফটোশুট ও ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়।  

শিমু দীর্ঘদিন ধরে সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারে ট্রেইনার হিসেবে কাজ করছেন। এই সময়ে তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। উভয় পরিবারের সম্মতিতে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে।  

গত ডিসেম্বরে সোহেল তাজ একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে তিনি হাঁটু গেড়ে শিমুর হাতে আংটি পরিয়ে দেন। সেই মুহূর্তে উপস্থিত সবাই হাততালিতে আনন্দ প্রকাশ করেন।  

২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে গাজীপুরের কাপাসিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। তবে ২০০৯ সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ২০১২ সালে সংসদ সদস্যদের পদ থেকে পদত্যাগ করেন।

রাজনীতি থেকে দূরে সরে গিয়ে ফিটনেসে মনোনিবেশ করেছেন সোহেল তাজ। তার ফিটনেস লাইফস্টাইলের ছবি ও ভিডিও প্রায়ই ফেসবুকে শেয়ার করেন।  

বিয়ের পর সোহেল তাজ ও শিমুকে ঘিরে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা চলছে। নবদম্পতির জন্য শুভকামনা জানাচ্ছেন সবাই

সর্বশেষ

জনপ্রিয়