দেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট ইউনূস: জয়
ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে জয় লেখেন, অনির্বাচিত ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করা ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট। বাংলাদেশের সবচেয়ে পুরনো ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কারও কথায় নিষিদ্ধ হয়ে যাবে না।
সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগ ‘ফ্যাসিবাদের সব বৈশিষ্ট্য’ প্রকাশ করছে। এ দলের রাজনীতিতে কোনো জায়গা নেই।”
তাঁর বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয় যে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। এরই প্রেক্ষিতে সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগ কোনো অগণতান্ত্রিক ব্যক্তির হুমকিতে বা মন্তব্যে নিষিদ্ধ হবে না।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান। শেখ হাসিনা বাংলাদেশে টানা ১৫ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।