শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ‘কল্পনাপ্রসূত’ দাবি আ. লীগের
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে এ অভিযোগকে সম্পূর্ণ ‘কল্পনাপ্রসূত’ এবং ‘মিথ্যা’ বলে আখ্যা দিয়েছে আওয়ামী লীগ। দলটি শুক্রবার (১৮ অক্টোবর) রাতে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই দাবি জানায়।
আওয়ামী লীগ জানায়, শেখ হাসিনা মুক্তিযুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধের বিচারের জন্য যে উদ্যোগ নিয়েছিলেন, তা সারা বিশ্বে প্রশংসিত হয়েছিল। দলটি দাবি করে, এই বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে ষড়যন্ত্রমূলক মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আওয়ামী লীগ এ ঘটনাকে ‘অসাংবিধানিক’ ও ‘অবৈধ’ উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানায় এবং মামলাটি অবিলম্বে বাতিলের আহ্বান জানায়।
বিবৃতিতে আওয়ামী লীগ আরও জানায়, জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনের নামে দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল। পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হত্যাকাণ্ড চালানো হয়। এটি গণহত্যার সংজ্ঞায় পড়ে বলে দাবি করা হয়।
আওয়ামী লীগ আশা প্রকাশ করে যে, জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায় এই মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রমূলক উদ্যোগকে প্রত্যাখ্যান করবে এবং বাংলাদেশের জনগণও এই অসাংবিধানিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেবে।