সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
Monday , 23 December 2024
২০ জমাদিউস সানি ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৩, ২৭ নভেম্বর ২০২৪

হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল রিমান্ডে

হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল রিমান্ডে
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক ২ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক এমপি সোলাইমান সেলিমের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 
বুধবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ড চেয়ে আবেদন করেন। 
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় আনিসুল হককে তিন দিন, লালবাগ থানার মামলায় কামরুল ইসলামকে তিন দিন এবং চকবাজার ও লালবাগ থানার দুই মামলায় হাজী সেলিমের জ্যেষ্ঠ পুত্র ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সর্বশেষ

জনপ্রিয়