রিমান্ডে অসুস্থ জুনাইদ আহমেদ পলক
রিমান্ডে অসুস্থ হয়ে পড়ায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথমে পলককে ঢামেকের নতুন ভবনের হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হয়। এরপর রাত ১২টায় তাকে ওই ভবনের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।
জানা গেছে, যাত্রাবাড়ী থানার একটি মামলায় সাবেক এই প্রতিমন্ত্রীকে শনিবার সন্ধ্যার পর রিমান্ডে নেওয়া হলে তিনি অসুস্থ হয়ে পড়েন।
যাত্রাবাড়ী থানার এসআই মোজাহিদুল ইসলাম বলেন, চার দিনের রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে বিকেলে থানায় নেওয়া হয়। সন্ধ্যার পর তিনি হঠাৎ করে অসুস্থ বোধ করেন। পলক বুকের ব্যথার কথা জানালে রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা মেডিসিন বিভাগে ভর্তি করে নেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৪ আগস্ট গ্রেপ্তার হন সাবেক প্রতিমন্ত্রী পলক। এরপর বেশ কয়েকটি হত্যা মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।