রোববার , ২২ ডিসেম্বর ২০২৪
Sunday , 22 December 2024
২০ জমাদিউস সানি ১৪৪৬

প্রকাশিত: ১০:১৫, ১৯ আগস্ট ২০২৪

আমি তো তেমন বড় খেলোয়াড় ছিলাম না, মাশরাফী বিন মোর্ত্তজা

আমি তো তেমন বড় খেলোয়াড় ছিলাম না, মাশরাফী বিন মোর্ত্তজা

এই বাড়িটি আমি ২০১৪,১৫ সালের দিকে বানিয়েছিলাম, আমি তো তেমন বড় খেলোয়াড় ছিলাম না,  তাই আমার তেমন কোনো ভালো পুরুষ্কার ছিলোনা কিন্তু,

 স্মৃতি হিসেবে ভালো কিছু মুহুর্তের অনেক গুলা ছবি ছিলো এবং মেডেল ছিলো, যেগুলো দেখলে আমার অনেক ভালো লাগতো কিন্তু এখন  সব পুরে ছাই  হয়ে গেছে। 

সবচেয়ে বড় কথা! ঐ বাড়িতে আমার বাবা-মা ছিলো তাদের যে কোনো ক্ষতি হয়নি এটাই অনেক, আমার বাড়ি সম্পর্কে যারা জানে তাদের কাছে হয়ত খবর আছে যে,  আমাদের বাড়িতে কিছু এতিম ছেলেমেয়েও ছিলো এবং  ওদের সাহায্যেই আমার বাবা মা রক্ষা পেয়েছে, 

আমি জানি না, এই এতিম ছেলেমেয়ে গুলা এখন কতটা নিরাপদ এবং তাদের জন্য এখন কি করা উচিত, তবে যেহেতু আমি তাদের গার্ডিয়ান কিছু একটা তো করতে হবেই, 

আমি নতুন সরকার কিংবা আগামীর সরকার কারো কাছেই কোনোদিন বাড়ি হামলার জন্য বিচার চাইতে যাবো না, কারণ এই নড়াইলের জন্য আমি কি করেছি কতটা করতে পেরেছি সেটা তারা ভালোই জানে, নড়াইল একটা সি গ্রেটের জেলা ছিলো কিন্তু আমি তাদের সবসময়ই একটা এ গ্রেটের জেলার সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছি, আমার করা কাজগুলো যদি চেক করে দেখেন, তাহলে এখন একটা বিশ্ববিদ্যালয় বাকি ছিলো, সেটাই এবারের বাজেটে সরকারি প্রকল্পে যে ৫ টা বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব ছিলো সেখানে আমার নড়াইলের ছিলো একটা,

ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে কেউ গিয়ে আমার বাড়িতে আগুন দেয়নি, দিলে তো নড়াইল বাসি দিয়েছে তাই আমি চাই, নড়াইল বাসি ভালো থাকুক। 

সর্বশেষ

জনপ্রিয়