রোববার , ২২ ডিসেম্বর ২০২৪
Sunday , 22 December 2024
২০ জমাদিউস সানি ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২৩, ২১ নভেম্বর ২০২৪

ব্রিটিশ সংসদে বর্ণবাদ নিয়ে সরব রূপা হক

ব্রিটিশ সংসদে বর্ণবাদ নিয়ে সরব রূপা হক
ছবি: সংগৃহীত

ব্রিটিশ সংসদে বর্ণবাদ এবং যৌন নিগ্রহের বিষয়টি তুলে ধরে কড়া সমালোচনা করেছেন ব্রিটিশ-বাংলাদেশি এমপি ড. রূপা হক। লন্ডনের ইলিং সেন্ট্রাল এবং অ্যাক্টন আসন থেকে টানা তিনবার নির্বাচিত এই এমপি বর্তমান সংসদে গণমাধ্যম বিষয়ক কমিটিতে দায়িত্ব পালন করছেন। 

রূপা হক অভিযোগ করেছেন, ব্রিটিশ সংসদে এখনো ‘ভদ্রলোকের ক্লাব’-এর মতো প্রাচীন সংস্কৃতি বিদ্যমান। তিনি উল্লেখ করেন, একবার তার ১১ বছর বয়সী ছেলেকে সংসদে নিয়ে গেলে কিছু এমপি তাকে ‘অদ্ভূত দৃষ্টিতে’ দেখেছিলেন। বিবিসি রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সংসদ ভবনের জন্য নির্ধারিত নারীদের চারটি আলাদা কক্ষ রয়েছে। এতে বোঝানো হয়, পুরো বিল্ডিংটি যেন পুরুষদের জন্যই তৈরি।”  

এই বিশেষ কক্ষগুলোতে শুধুমাত্র কয়েকটি ইস্ত্রি বোর্ড, সোফা, বিছানা এবং কিছু ম্যাগাজিন রয়েছে বলে উল্লেখ করেন। তিনি এটিকে যৌন নিগ্রহ এবং বর্ণবাদের উদাহরণ হিসেবে ব্যাখ্যা করেন।  

তার এই বক্তব্য ব্রিটেনের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। এর আগে আরেক লেবার পার্টির এমপি ডন বাটলার সংসদে বর্ণবাদের বিরুদ্ধে সরব হয়েছিলেন। রূপা হকের মন্তব্য সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।  

৫২ বছর বয়সী রূপা রাজনীতিতে আসার আগে একজন সমাজবিজ্ঞানের শিক্ষক এবং কিংস্টন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার ছিলেন। শিল্পী ও লেখক হিসেবেও তার খ্যাতি রয়েছে। পাবনার কুঠিপাড়া থেকে আসা মোহাম্মদ হক এবং রওশন আরা হকের মেয়ে রূপা পরিবারে বড়।  তার বিনয়ী এবং সরল আচরণ তাকে নির্বাচনি এলাকার জনগণের মধ্যে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। 
 

সর্বশেষ

জনপ্রিয়