রোববার , ২২ ডিসেম্বর ২০২৪
Sunday , 22 December 2024
২০ জমাদিউস সানি ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০৪, ১৬ নভেম্বর ২০২৪

ব্রিটে‌নে ফুসফুসের ক্যান্সারে এগিয়ে বাংলাদেশি পুরুষরা: গবেষণা

ব্রিটে‌নে ফুসফুসের ক্যান্সারে এগিয়ে বাংলাদেশি পুরুষরা: গবেষণা
ছবি: সংগৃহীত

ব্রিটে‌নে বাংলাদেশি পুরুষদের মধ্যে ফুসফুসের ক্যান্সারের হার সবচেয়ে বেশি বলে এক গবেষণায় উঠে এসেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষণে দেখা গেছে, জাতিগত পটভূমি এবং সামাজিক পরিস্থিতি এই রোগের ঝুঁকি ও প্রকৃতিকে গভীরভাবে প্রভাবিত করে। 

১৭ মিলিয়নের বেশি মানুষের মেডিকেল রেকর্ড এবং ৮৪ হাজার ফুসফুসের ক্যান্সারের উদাহরণ বিশ্লেষণ করে গবেষকরা এই তথ্য পেয়েছেন। গবেষণাটি দেখিয়েছে যে ধূমপান ছাড়াও বিভিন্ন কারণ এই রোগের বৈষম্য তৈরি করে।  

গবেষণায় জানা যায়, বাংলাদেশি পুরুষদের পরেই শ্বেতাঙ্গ, চাইনিজ এবং ক্যারিবিয়ান পুরুষরা এই রোগে বেশি আক্রান্ত। অপরদিকে, ভারতীয়, ক্যারিবিয়ান এবং অন্যান্য এশীয় সম্প্রদায়ের মানুষের মধ্যে সাধারণত অ্যাডেনোকার্সিনোমা নামক ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে।  

২০০৫ থেকে ২০১৯ পর্যন্ত করা এই গবেষণা বলছে, ফুসফুসের ক্যান্সারের ওপর জেনেটিক প্রবণতা, শ্রেণি এবং অভ্যাসের গভীর প্রভাব রয়েছে।  

গবেষণার প্রধান ড. ড্যানিয়েল চেন বলেন, “এটি শুধু ধূমপানের কারণে নয়। জাতিগত পটভূমি ও সামাজিক পরিস্থিতি রোগের ঝুঁকি এবং বিকাশ উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ।” এছাড়া দেখা গেছে, বঞ্চিত এলাকার পুরুষরা তুলনামূলকভাবে আরও আক্রমণাত্মক ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। ধূমপায়ী পুরুষ ও নারীদের রোগ নির্ণয় প্রায়ই পরবর্তী পর্যায়ে হয়।  

২০২৩ সালের জুনে, ইংল্যান্ডে ফুসফুসের ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি চালু করা হয়। এর লক্ষ্য ৫৫ থেকে ৭৪ বছর বয়সী ধূমপায়ীদের প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা এবং ধূমপান বন্ধে উৎসাহ দেওয়া। এ উদ্যোগ হাজারো জীবন বাঁচাতে এবং চিকিৎসা ব্যয় কমাতে সাহায্য করবে।

সর্বশেষ

জনপ্রিয়