সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
Monday , 23 December 2024
২০ জমাদিউস সানি ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩১, ২২ অক্টোবর ২০২৪

ব্রিটেনে মৃত্যুহারে শীর্ষে বাংলাদেশিরা

ব্রিটেনে মৃত্যুহারে শীর্ষে বাংলাদেশিরা
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়গুলোর মধ্যে বাংলাদেশিদের মৃত্যুহার সবচেয়ে বেশি বলে এক নতুন সমীক্ষায় উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, শ্বেতাঙ্গ ব্রিটিশরা তাদের মদ্যপান ও ধূমপানের কারণে দ্রুত মারা যাচ্ছেন। তবে তাদের জাতিগত সংখ্যালঘুদের মধ্যে মৃত্যুহার অপেক্ষাকৃত কম। আর বাংলাদেশিদের ক্ষেত্রে চিত্রটি ব্যতিক্রম।

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) তথ্য অনুযায়ী, ২০২১ সালের মার্চ থেকে ২০২৩ সালের মে পর্যন্ত সময়কালে, শ্বেতাঙ্গ ব্রিটিশরা অন্যান্য জাতিগোষ্ঠীর তুলনায় বেশি হারে মারা গেছেন। তবে বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্যে মৃত্যুহার এ সময় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস এবং সাংস্কৃতিক প্রভাবগুলো জাতিগত সংখ্যালঘুদের মৃত্যুহার কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখছে। মহামারি বিশেষজ্ঞ ও কিংস ফান্ডের সিনিয়র ফেলো বীনা রেলি বলেছেন, আমরা দেখতে পাই যে যুক্তরাজ্যে বসবাসকারী বেশিরভাগ জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর মৃত্যুহার কম। তাদের ধূমপান এবং অ্যালকোহল সেবনের হার শ্বেতাঙ্গদের তুলনায় অনেক কম। এটি তাদের দীর্ঘ আয়ুর একটি কারণ। বিশেষ করে দক্ষিণ এশীয় নারীদের মধ্যে ধূমপানের হার অত্যন্ত কম।

তবে বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূতদের মধ্যে ডায়াবেটিস, স্ট্রোক এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে বেশি বলে গবেষণায় দেখা গেছে। এসব রোগের কারণে বাংলাদেশি বংশোদ্ভূতদের মৃত্যুর ঝুঁকি বাড়ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

শ্বেতাঙ্গ ব্রিটিশদের ক্ষেত্রে উচ্চ মৃত্যুহারের প্রবণতা বহু পুরনো। তবে কোভিড মহামারির সময় জাতিগত সংখ্যালঘুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর থেকে বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূতদের স্বাস্থ্যঝুঁকি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়