স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার থাকার বিকল্প নেই-ইউএনও
“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরত্বপূর্ণ” এই প্রতিপাদ্য স্লোগান নিয়ে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাট উপজেলায় আর্ন্তজাতিক হাত ধোয়া দিবস উদ্যাপন হয়েছে। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর সকাল ৯টার সময় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানের শুরুতেই উপজেলা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে হাত ধোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসানের সঞ্চালনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা হাত ধোয়া অনুষ্ঠানে অংশ গ্রহনে করেন। ওই সময় জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী শিক্ষার্থীদের হাত পরিস্কার রাখার বিভিন্ন নিয়ম নীতি প্রদর্শন করেন।
এবিষয়ে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা চিকিৎসক আশিকুর রহমান জানান, হাত ধোয়া বা পরিস্কার রাখার মাধ্যমে প্রায় ৭০% রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। হাত অপরিস্কার থাকার কারনে হেপাটাইটিস, পাতলা পায়খান, সংক্রামক রোগসহ বিভিন্ন ব্যাধি থেকে রক্ষা পাওয়া যায়।
সহকারী কমিশনার (ভুমি) আরিফ হোসেন বলেন, স্বাস্থ্যই সকল সুকের মূল এই প্রবাদ আমরা সবাই জানি কিন্ত মানি না। প্রত্যেকে জীবন জীবিকার তাগিদে নানা পেশায় কাজ করে থাকে। শিক্ষার্থীরাও সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ গ্রহন করে থাকে। ছোট ছোট কমলমতি শিশু না বুঝে অনেক সময় খোলা বাজারের খাবার খেয়ে থাকে যা স্বাস্থ্যসম্মত নই। তাছাড়া ওই সময় তারা পরিস্কারের কথাও চিন্ত করছে না। যার কারনে অদেখা অনেক ক্ষতিকারক জীবানু হাতের মাধ্যমে পেটে চলে যাচ্ছে। এক পর্যায়ে তারা অসুস্থ্য হয়ে যায়। প্রতিটি পরিবার ও স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্নতার দিকে সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা বলেন, সচেতনতার মাধ্যমে হাত ধোয়ার অভ্যাস প্রচলিত করতে হবে। চিকিৎসকদের পরামর্শ নিয়ে সুস্থ থাকার নিয়মনীতি মানতে হবে। কর্মব্যস্ততা বা দৈনন্দিন কাজ শেষে শরীরের পোষাক ও নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে। খাবারের পূর্বে সঠিক পদ্ধতীতে হাতে ধুতে হবে। প্রত্যেক অভিভাবক তাদের সন্তানদের সুস্থ রাখার জন্য হাত ধোয়ার অভ্যাস গড়তে হবে। হাত ধোয়া জরুরী বলেই আর্ন্তজাতিক পর্যায়ে হাত ধোয়া দিবসটি পালিত হচ্ছে।