বিদেশি কর্মীদের ভিসাপ্রক্রিয়া সহজ করার আহ্বান
বিদেশি কর্মীদের ভিসা প্রক্রিয়া জটিলতা নিরসনে ব্রিটেনের ব্যবসায়ী নেতারা সরকারকে সতর্ক করেছেন। তারা দাবি করেছেন, লন্ডনের অর্থনীতি স্বল্পমেয়াদি কর্মীর ভিসার ওপর নির্ভরশীল। ফলে তারা ভিসা আবেদন প্রক্রিয়ার গতি ত্বরান্বিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
লন্ডন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সতর্ক করে বলছে, অভিবাসনের ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ দেশটির অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সম্প্রতি চেম্বারের প্রকাশিত ত্রৈমাসিক অর্থনৈতিক সমীক্ষায় এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। চেম্বারের প্রধান নির্বাহী করিম ফাতেহি জানান, লন্ডনের সাফল্য তার উন্মুক্ত সুযোগ ও বৈচিত্র্যের ওপর নির্ভরশীল। যেখানে বিভিন্ন প্রতিভা ও অভিজ্ঞতা একত্রিত হয়।
তিনি বলেন, লন্ডনে কর্মসংস্থান বৃদ্ধির জন্য এবং অর্থনৈতিক নিষ্ক্রিয়তা হ্রাস করার লক্ষ্যে সামগ্রিক উদ্যোগের প্রয়োজন। ব্যবসায়িক দক্ষতার সঙ্গে সহজ অভিবাসনের সুবিধা প্রদানের জন্য সরকারকে সহযোগিতা করতে হবে। তিনি উল্লেখ করেন, এ জন্য বেশ কয়েকটি মূল শিল্প খাতে স্বল্পমেয়াদি কর্মী ভিসার বিধি বর্ধিত করতে হবে এবং ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া দ্রুততর করতে হবে।
অন্যদিকে, চ্যান্সেলর র্যাচেল রিভস আগামী বাজেটে আরও ট্যাক্স বৃদ্ধি এবং খরচ কমানোর বিষয়ে ‘কঠিন’ সিদ্ধান্তের আশঙ্কা প্রকাশ করেছেন। লেবার পার্টির বার্ষিক সমাবেশে স্যার কিয়ার স্টারমার ব্যবসায়ীদের আশ্বস্ত করেন যে, দক্ষতার উন্নতির জন্য বিদেশি কর্মীদের ভিসা প্রক্রিয়ায় দ্রুত নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। প্রধানমন্ত্রীও অভিবাসন নীতির পরিবর্তনের মাধ্যমে ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করতে চান না।
এদিকে, সম্প্রতি প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাজ্যের জনসংখ্যা সত্তরের দশকের গোড়ার দিকে তুলনায় সবচেয়ে বেশি বেড়েছে।