রোববার , ২২ ডিসেম্বর ২০২৪
Sunday , 22 December 2024
২০ জমাদিউস সানি ১৪৪৬

দেওয়ান গৌস সুলতান 

প্রকাশিত: ০২:২৬, ১১ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ০২:৪২, ১১ সেপ্টেম্বর ২০২৪

জাতিসংঘ মহাসচিবের কাছে মুক্তিযোদ্ধাদের চিঠি

জাতিসংঘ মহাসচিবের কাছে মুক্তিযোদ্ধাদের চিঠি

শেখ হাসিনা বাংলাদেশের প্রধান মন্ত্রী, অধ্যাপক ইউনুসের কোন আইনী ভিত্তি নাই: জাতিসংঘ মহাসচিবের কাছে মুক্তিযোদ্ধাদের চিঠি

শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধান মন্ত্রী। অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সরকার দাবী করার কোন ভিত্তি নাই দাবী করে যুক্তরাজ্যে বসবাসরত কয়েকজন মুক্তিযোদ্ধা জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুটেরেস সমীপে একখানা পত্র দিয়েছেন। জাতিসংঘ সাধারন পরিষদের ৭৯-তম অধিবেশনের অব্যবহিত পূর্বে মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন,  দেওয়ান গৌস সুলতান, ফয়জুর রহমান খান ও মিফতাহুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয় যে বাংলাদেশ সংবিধানের ৫৭ অনুচ্ছেদ মোতাবেক শেখ হাসিনা বাংলাদেশের প্রধান মন্ত্রী এবং ১৭১ মিলিয়ন জনগোষ্ঠির প্রতিনিধিত্বের একমাত্র আইনানুগ দাবীদার। গত ৮ সেপ্টেম্বর প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয় যে অন্তর্বর্তীকালীন সরকার বা অনির্বাচিত ভাবে সরকার প্রধান হবার কোন ব্যবস্থা উক্ত সংবিধানে নেই। 
সরকার প্রধান হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের দাবীর কোন আইনী, সাংবিধানিক বা গণতান্ত্রিক ভিত্তি নাই বলে উক্ত চিঠিতে দাবী করা হয়।
বাংলাদেশের বর্তমান নৈরাজ্য, অস্থিতিশীলতা ও মানবাধিকার লঙ্ঘনের চলমান অবস্থা থেকে উত্তরন ও গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যর্পনে জাতিসংঘের সহায়তা কামনা করা হয় উক্ত চিঠিতে। 

সংবাদ প্রেরক:
দেওয়ান গৌস সুলতান 
 

সর্বশেষ

জনপ্রিয়