বুধবার , ১২ মার্চ ২০২৫
Wednesday , 12 March 2025
১২ রমজান ১৪৪৬

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

প্রকাশিত: ২২:২৬, ৩ মার্চ ২০২৫

ইসলাম ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব না

ইসলাম ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব না

ইসলাম ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব না - জেলা ও উপজেলা  জামায়াত নেতৃবৃন্দ 

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী 

রাজশাহীর চারঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নতুল ফেরদৌস,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, চারঘাট মডেল থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান এবং ওসি তদন্ত আব্দুল খালেক এর সাথে সৌজন্য সাক্ষাত করেন জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। 

সোমবার সকালে চারঘাট উপজেলা জামায়াতের উদ্যোগে রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আ: খালেকের নেতৃত্বে ৬০-৬৫ জনের একটি প্রতিনিধি দল উপজেলার প্রশাসকবৃন্দের সার্বিক খোঁজখবর নেন এবং সৌজন্য সাক্ষাৎ করেন। ওই সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি জনাব গোলাম মর্তুজা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক, জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোঃ কামারূজ্জামান, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সাধারন সম্পাদক মাওঃ মোঃ শফিকুল ইসলাম, চারঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আইয়ুব আলী, উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম,উপজেলার সকল ইউনিয়ন আমীর ও সেক্রেটারী সহ স্থানীয় নেতৃবৃন্দ। 

জামায়াত নেতৃবৃন্দ জুলাই বিপ্লবের মূল স্পিড ধারন করে উপজেলার সকল কর্মকর্তাগনকে উপজেলা পরিচালনার আহ্বান জানান। অসৎ নেতৃত্বের কুফল ও সৎ নেতৃত্বের সুফল তুলে ধরে জামায়াত নেতৃবৃন্দ বলেন, ইসলাম ছাড়া কোন দেশে কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারেনা। নেতৃবৃন্দ প্রশাসনের কর্মকর্তাগণকে তাদের শপথের আলোকে সকল রাজনৈতিক দলের প্রতি ইনসাফ কায়েমের পাশাপাশি সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। 

জেলা জামায়াতের আমীর অধ্যাপক আ: খালেক বলেন, জুলাই বিপ্লবের ৫ আগষ্ট থেকে ৮ আগষ্ট পর্যন্ত দেশে কোন সরকার না থাকলেও জামায়াত যেভাবে দেশের সারভৌমত্ব রক্ষায় প্রশাসনকে সহযোগীতা করেছিলো এখনো দেশের স্বার্থে জামায়াত সকল প্রকার সহযোগীতা করতে প্রস্তুত। সম্মানিত নেতৃবৃন্দ যথাযথ সম্মানের সাথে রমাযানের পবিত্রতা রক্ষার পাশাপাশি অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানান। অসুস্থ মানুষের ভোগান্তি কমিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা যথাযথ নিশ্চিত করার আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়