বুধবার , ১২ মার্চ ২০২৫
Wednesday , 12 March 2025
১২ রমজান ১৪৪৬

প্রকাশিত: ২১:৪৫, ২ মার্চ ২০২৫

অবৈধ ইউনুস সরকারের মানবাধিকার  লঙ্ঘন

অবৈধ ইউনুস সরকারের মানবাধিকার  লঙ্ঘন

অবৈধ ইউনুস সরকারের মানবাধিকার  লঙ্ঘন ও  বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের  তাৎক্ষণিক জরুরী  সভার আয়োজন করে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালালুদ্দিন জালাল , প্রধান বক্ততা যুক্তরাজ্য আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক  ও যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের  সাবেক সফল  বীর মুক্তিযুদ্ধাফয়জুর রহমান খান ,

বিশেষ অথিতি ছিলেন লন্ডন মহানগরের সহ  সভাপতি সায়েদ এহেসান , মোহাম্মদ নাসির,

সংগঠনের সভাপতি সায়েদ আহমদ সাদের সভাপতিত্বে ্ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্টিত হয় এই প্রতিবাদ সভা, এতে বক্তব্য রাওখন যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ  সভাপতি ফয়েজ খান তৌহিদ , এনাম আহমেদ , ফারুক আহমেদ , সাংগঠনিক সম্পাদক আলিমুদ্দিন ফয়সল , রায়হান উদ্দিন , যুক্তরাজ্য যুব লীগের মিল্টন , সালেহ  আহমেদ , মিজান আহমেদ , যুক্তরাজ্য ছাত্র লীগের যুগ্ম সাধারনা সম্পাদক  শাহাদৎ জয় , ফকরুল কামাল জুয়েল , লন্ডন মহানর ছাত্র লীগের  সভাপতি  সলিসিটর  নাজমুল ইসলাম , রুম্মন আহমেদ , যুক্তরজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লন্ডন মহানগরের নেতা  ফরহাদ  হোসেন প্রমুখও। সভায় বক্তাগন বলেন বর্তমানে বাংলাদেশে যে অরাজকতা চলতে খুন, গোম হত্যা এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে । বাংলাদেশের সাধারন জনগনের পাশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পূনরায় নিয়ে আসতে এক হয়ে কাজ করতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়