বুধবার , ১২ মার্চ ২০২৫
Wednesday , 12 March 2025
১২ রমজান ১৪৪৬

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহ

প্রকাশিত: ১৭:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

রাজশাহীতে ডাকাত দলের নেতাসহ সংঘবদ্ধ চক্রের ১০ জনকে গ্রেফতার

রাজশাহীতে ডাকাত দলের নেতাসহ সংঘবদ্ধ চক্রের ১০ জনকে গ্রেফতার

রাজশাহীতে ডাকাত দলের নেতাসহ সংঘবদ্ধ চক্রের ১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫


র‌্যাব-৫ বুধবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তি বলেন, রাজশাহী মহানগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে  ডাকাত দলের নেতা  মোঃ আব্দুল আউয়াল ডাকু আউয়াল (৪৫)সহ সম্্রাট (৩৮) কে রাজশাহী নগরী থেকে গ্রেফতার করা হয়। অপরদিকে ছিনতাই ও চাঁদাবাজ চক্রের মূলহোতা এবং সক্রিয় আরো ০৯ জন সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-৫। ছিনতাই ও চাঁদাবাজ চক্রের অন্যান্য সদস্যগণ হলো শান্ত ইসলাম (২২), জিসান হোসেন (২৩), মাইন হোসেন আলিফ (১৯), শাকিল খান (২৩), নাইম ইসলাম (২৫), শরিফুল ইসলাম সনি (৩২), আকাশ হোসেন (২৩) এবং সোহাগ আলী (২৮)। এছাড়াও কিশোর গ্যাঁং দলের অন্যতম সক্রিয় সদস্য মোঃ জীবন ইসলাম (১৬), মহানগরী থেকে গ্রেফতার করা হয়। ওই সময় তাদের নিকট হতে ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত ০৪টি মোবাইল ফোন, নগদ ১৬৪ টাকা, ০১টি ধারালো টিপ চাকু, ০১টি চাঁদা আদায়ের রশিদ বই ও ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‌্যাব-৫ একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন, ডাকু আউয়াল ও তার সহযোগী স¤্রাট এর নামে পূর্বেও একাধিক ডাকাতি ও ছিনতাই এর মামলা রয়েছে। ছিনতাই ও চাঁদাবাজ প্রত্যেকেরই নামেই একাধিক মাদক, ছিনতাই ও চুরির মামলা রয়েছে। তারা সকলেই রাজশাহী মহানগরীর নামধারী ছিনতাইকারী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত। এছাড়া ধৃত মোঃ জীবন ইসলাম (২৬) এলাকার কথিত কিশোরগ্যাঁং লিডার নামে পরিচিত। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার করতে আভিযান কার্যক্রম চলমান থাকবে বলে নিশ্চিত করেছে র‌্যাব-৫। 

সর্বশেষ

জনপ্রিয়