৩২ নম্বরে ভাঙচুর,অগ্নিসংযোগের প্রতিবাদে ও ইউনুসের পদত্যাগের দাবী
৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর,অগ্নিসংযোগের প্রতিবাদে ও ইউনুসের পদত্যাগের দাবীতে লন্ডনে বিক্ষোভ সমাবেশ
ঐতিহাসিক ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে বাড়ি ভাঙচুর,অগ্নিসংযোগ,ও জঙ্গী হামলার প্রতিবাদে এবং জঙ্গী হামরার মদদ দাতা অবৈধ, অসাংবিধানিক ইউনুসের পদ্যত্যগের দাবীতে লন্ডনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশ ব্রিটিশ প্রধান মন্ত্রীর বাস ভবন ১০ নং ডাউনিং স্ট্রিটের সামনে অনুষ্ঠিত হয়। সমাবেশে যুক্তরাজ্য আওয়ামীলীগের নেতা কর্মী,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও যোগদান করেন। এতে প্রায় কয়েক শ প্রবাসী বিক্ষোভে ইউনুসের পদত্যাগের দাবী সম্বলিত ব্যানার, ফেস্টুন বহন করেন।
১৮ ফেব্রুয়ারি দুপুর দেড়টায় অনুষ্ঠিত এ সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাপতি জালাল উদ্দিন, সহসভাপতি মো. হরমুজ আলী, সেক্রেটারি সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক আ স ম মিসবাহসহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।