যুক্তরাজ্যে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
সম্প্রতি কুমিল্লার চৌদ্দ গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে চরম অপমানজনক ভাবে হেনস্তা করেছে একদল স্থানীয় দূর্বৃত্ত। বিজয়ের এই মাসে একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে তাকে বাড়ী ছাড়া গ্রাম ছাড়ানোর সংবাদ পেয়ে আমরা যুক্তরাজ্যে বসবাসরত নিম্ন স্বাক্ষরকারী মুক্তিযোদ্ধারা অত্যন্ত বিক্ষুব্ধ। আমরা ঐ অমানবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেয়া প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। আর তা নিশ্চিত করার সর্বোচ্চ দায় সরকারের। আমরা আরো বিশ্বাস করি যে সাম্প্রতিককালে সরকার ঘোষিত দায়মুক্তি আদেশ এসব উশৃংখলা ও বে-আইনি কার্যকলাপে মানুষকে উৎসাহিত করছে।
উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দাবী করছি:-
১। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বীর প্রতীক-কে সম্পূর্ন নিরাপত্তা দিয়ে তার নিজ বাড়ীতে থাকার ব্যবস্থা করা হোক।
২। যারা তাকে হেনস্থা করেছে তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক ।
৩। দায়মুক্তি আদেশ সহ সব নিয়ন্ত্রণ নিবর্তন মূলক ব্যবস্থা প্রত্যাহার করে আইনকে তার নিজস্ব গতিতে চলার নিশ্চয়তা বিধান করা হোক।
সেই সাথে আমরা সরকারের কাছে আরো দাবী জানাচ্ছি যে যেহেতু গত জুলাই-আগষ্ট মাসে সংঘটিত হত্যাসমুহের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘকে আমন্ত্রণ জানানো হয়েছে সেহেতু সেই তদন্ত টিমকে পূর্ণ ও সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হোক। তাছাড়া তাদের তদন্ত কাজ যাতে প্রভাবিত না হয় সে লক্ষ্যে ঐ সময় কালের সব সরকারী তদন্ত ও ব্যবস্থা স্থগিত রাখা অবশ্যই প্রয়োজন।
যুক্তরাজ্য প্রবাসী মুক্তিযোদ্ধাদের পক্ষে:
১। গিয়াস উদ্দিন, প্রাক্তন সচিব ও হাই কমিশনার
২। খলিল কাজী, ওবিই, স্বাধীনতা পদক প্রাপ্ত
৩। ফয়জুর রহমান খান
৪। মেফতা ইসলাম
৫। এনামুল হক
৬। মুসা হাসান
৭। লুকমান হোসেন
৮। সৈয়দ গোলাব আলী
৯। এম এ হাদী
১০। আমির খান
১১। আব্দুল হামিদ
১২। দেওয়ান গৌস সুলতান
লন্ডন
২৪ ডিসেম্বর, '২৪
_____________
সংবাদ প্রেরক:-
দেওয়ান গৌস সুলতান