সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
Monday , 23 December 2024
২০ জমাদিউস সানি ১৪৪৬

প্রকাশিত: ০৪:৩৩, ২৩ নভেম্বর ২০২৪

গ্রেটার সিলেট কমিউনিটির মেম্বারশীপ অভিযানে যোগ দিন

গ্রেটার সিলেট কমিউনিটির মেম্বারশীপ অভিযানে যোগ দিন

গ্রেটার সিলেট কমিউনিটির মেম্বারশীপ অভিযানে যোগ দিন, এগিয়ে যাক আপনগতিতে মানবতার কল্যাণে ঐক্যের বন্ধনে 
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ কে, সংগঠন এর  নর্থ ওয়েস্ট রিজিওন গঠন করার লক্ষ্যে গত ২১ নভেম্বর রোজ মঙ্গলবার প্রবাসী নর্থ ওয়েস্টে বসবাসরত সিলেট বাসীর  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রচডেল এর স্থানীয় কমিউনিটি সেন্টারে এতে ম‍্যানচেষ্টার , ওলল্ডহাম , রচডেল সহ বিভিন্ন শহর থেকে আগত সিলেটি বাংলাদেশী কমিউনিটির অনেকেই॥ গত মঙ্গলবার  রচডেল বি এ সি পি হলে  গ্রেটার সিলেট কমিউনিটি ইউ কে(জিএস সি ) নর্থ ওয়েসট রিজিয়নের এক সভা অনুষ্টিত হয় । সভায় সভাপতিত করেন জনাব ছুরাবুর রহমান সভা পরিচালনা করেন সাবেক ভিপি সৈয়দ মুজিব ।
সভায় কোরআন তেলাওয়াত করেন আব্দুল আজিজ জাহেদ মিয়া ।বক্তব্য  রাখেন নজমুল ইসলাম সাবেক  রচডেল মেয়র সৈয়দ আলি আহমদ ॥ সোহেল মিয়া , মফজ্জুল খান  এম এ বাছিত  দিলসাদ মিয়া  সৈয়দ মিজান  , মদরিছ আলি সাইফুল ইসলাম সুমিত , সাংবাদিক সৈয়দ সাদিক  আহমদ আবদাল মিয়া , আবদুল আহাদ , আজির উদিদন , আবদুল আলি , মুহাম্মদ মহসিন মিয়া দেওয়ান মহসিন , তোফায়েল আহমদ ,  গোলাম মৌউলা নিকসন , সাংবাদিক খালেদ আহমদ , মুহাম্মদ আলি সালিক আবদুল মুমিত রুমান মোমিন আহমদ . আজমল আহমদ জাকির আহমদ  খায়রুল আলম. সিরাজ মিয়া  ও আজিজুর রহমানসহ প্রমুখ । সভায় বক্তারা বলেন সিলেট বিভাগের বিভিন্ন দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে গেইটার সিলেট কমিউনিটি ইউকে কাজ করবে আশা করেন এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান ॥  সিলেট অঞ্চলের নর্থ ওয়েস্ট বসবাসকারী সকল সিলেট বাসী সদস্য হওয়ার জন্য আহবান করেন ॥

সর্বশেষ

জনপ্রিয়