বুধবার , ১২ মার্চ ২০২৫
Wednesday , 12 March 2025
১২ রমজান ১৪৪৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

ঋণ কমাতে মরিয়া ট্রাম্প, চাকরি গেল হাজারো সরকারি কর্মকর্তার

ঋণ কমাতে মরিয়া ট্রাম্প, চাকরি গেল হাজারো সরকারি কর্মকর্তার
ছবি: সংগৃহীত

ঋণ ও ঘাটতি কমাতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেডারেল সরকারের ব্যয় কমাতে কর্মী ছাটাই করা হচ্ছে। এরই মধ্যে চাকরি হারানো কর্মী সংখ্যা প্রায় ১০ হাজার। বরখাস্ত হবে আরও হাজারো কর্মী। তহবিল সংকটে বন বিভাগও কর্মী ছাটাই করছে। এতে দাবানল শুরু হলে বিপাকে পড়বে দেশটির পশ্চিমাঞ্চল। মোট ২৩ লাখ জনবলের ৩ শতাংশ ছাটাই হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 
মার্কিন সরকারের ঋণ ৩৬ ট্রিলিয়ন ডলার। আর ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ঘাটতি ছিল। তাই ফেডারেল সরকারের ব্যয় কমাতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। তাঁকে সহায়তা করছেন এফিশিয়েন্সি বিভাগের প্রধান ও মার্কিন ধনকুবের ইলন মাস্ক।
আমলাতন্ত্রে কর্মী কমানোর সিদ্ধান্ত ট্রাম্প-মাস্কের। পরিকল্পনা মতে, ছাটাইকৃত কর্মী সংখ্যা সাড়ে ৯ হাজারের বেশি। তারা ছিল ভূমি পরিচালনা ও প্রবীণ মার্কিন সেনাদের সেবায় নিয়োজিত। তালিকায় আছে স্বরাষ্ট্র, জ্বালানি, কৃষি, স্বাস্থ্য ও মানব পরিষেবা বিভাগের কর্মী।
বরখাস্ত হওয়া বেশিরভাগই ছিলেন প্রবেশনারি পিরিয়ডে। চাকরি হারাবে আরও প্রায় ৭৫ হাজার। এ ছাড়া ইমেইল পেয়ে সেচ্ছায় পদত্যাগে আগ্রহী অনেকে, যা মার্কিন ২৩ লাখ কর্মীর ৩ শতাংশ। ট্রাম্প প্রশাসনের যুক্তি, অপচয় ও জালিয়াতির কারণে ডুবে গেছে ফেডারেল সরকার।
হাজারো কর্মী বরখাস্তে প্রস্তুত মার্কিন রাজস্ব বিভাগ। সংস্থাটির অধীনে কর্মরত জনবল প্রায় ১ লাখ। চাকরিতে নতুন কর্মী সংখ্যা প্রায় ১৬ হাজার। কর ফেরত নথি দাখিলের শেষ দিন ১৫ এপ্রিল। তবে নথিতে নাম না থাকায় তাদেরই চাকরিচ্যুত হওয়ার শঙ্কা বেশি।
ফেডারেল কর্মী নিয়োগের দায়িত্বে অফিস অব দ্য পারসোনেল ম্যানেজমেন্ট। প্রবেশনারি পিরিয়ডে থাকা সব কর্মী ছাটাইয়ের নির্দেশ দিয়েছে সংস্থাটি। 
ফেডারেল সরকারের তহবিল কমিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন বন বিভাগ ও ভূমি ব্যবস্থাপনা ব্যুরোর সাথে বেসরকারি সংস্থাগুলোর চুক্তি বাতিল। এরইমধ্যে ছাটাই হয়েছে ১৫ কর্মী। আগুন নিয়ন্ত্রণে সংস্থাগুলো বছরে নিয়োগ দিত ১৫ হাজার ফায়ার ফাইটার। যদিও দাবানলের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল।

সর্বশেষ

জনপ্রিয়