রোববার , ২২ ডিসেম্বর ২০২৪
Sunday , 22 December 2024
২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৩, ১৭ ডিসেম্বর ২০২৪

গাজায় ইসরায়েলের হামলায় নিহত ছাড়িয়েছে ৪৫ হাজার

গাজায় ইসরায়েলের হামলায় নিহত ছাড়িয়েছে ৪৫ হাজার
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানায়। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। বেশিরভাগেরই পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৫ হাজার ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৬ হাজার ৯৬২ জন। তবে অনেকের মরদেহ ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বোমা হামলায় ৫০ জনের বেশি মানুষ মারা। আল জাজিরা জানায়, গাজার কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলের হামলা অব্যাহত আছে।
 

সর্বশেষ

জনপ্রিয়