যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালাল ইসরায়েল, নিহত ১১
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল সোমবার লেবাননের দুটি গ্রামে হামলা চালায় তারা। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে হিজবুল্লাহ ও ইসরায়ের মধ্যে যুদ্ধবিরতি হলেও কেউ যুদ্ধবিরতি কঠোরভাবে মানছে না। উভয় পক্ষই পরস্পরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকালের হামলায় অন্তত ৯ জন লেবানিজ নিহত হয়েছেন। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা নিহতের সংখ্যা ১১ বলে উল্লেখ করেছে।
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা কোনো বেসামরিক মানুষকে হত্যার উদ্দেশে হামলা চালায়নি, বরং হিজবুল্লাহর একাধিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
হিজবুল্লাহর দাবি, আগে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তাই তারাও ইসরালের সেবা ফার্ম এলাকায় মর্টার হামলা চালিয়েছে। সেখানে ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থান রয়েছে।
হিজবুল্লাহর মর্টার হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল। তারা বলেছে, হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের কেউ হতাহত হয়নি। তবে হিজবুল্লাহর হামলাকে যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘এর জবাব দেওয়া হবে।’
গত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এ চুক্তির পর লেবানিজরা নিরাপদ থাকবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু এরই মধ্যে উভয় পক্ষ হামলা চালাচ্ছে।