নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার ঘোষণা দিয়েছে ব্রিটেন। গাজা সংঘাতে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গত বৃহস্পতিবার আইসিসি এই পরোয়ানা জারি করে।
ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাজ্য তার আইনি বাধ্যবাধকতা মেনে চলবে। শুক্রবার তিনি বলেছেন, "আমরা জাতীয় এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমাদের দায়িত্ব পালন করব।"
মুখপাত্র আরও জানান, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার ক্ষেত্রে যুক্তরাজ্যে আগে কখনও এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে, নেতানিয়াহু ব্রিটেনে প্রবেশ করলে প্রক্রিয়াটি কার্যকর হতে পারে।
ব্রিটিশ হোম সেক্রেটারি ইয়ভেট কুপার এই বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থেকেছেন। তিনি বলেছেন, ‘আইসিসি একটি স্বাধীন প্রতিষ্ঠান, তাই এটি নিয়ে মন্তব্য করা সঠিক হবে না।’
লেবার পার্টির এমপি এমিলি থর্নবেরি জানিয়েছেন, ‘যদি নেতানিয়াহু যুক্তরাজ্যে আসেন, তবে তাকে গ্রেপ্তার করার বাধ্যবাধকতা আমাদের রয়েছে। কারণ আমরা আইসিসির সদস্য এবং আমাদের আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে হবে।’
ইউরোপের নেদারল্যান্ডস, সুইডেন এবং নরওয়ে, ইতোমধ্যে আইসিসির পরোয়ানার প্রতি তাদের সমর্থন জানিয়েছে। তবে ফ্রান্স জানিয়েছে, পরোয়ানাটি বৈধ হলেও এটি কার্যকর করা জটিল। এদিকে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান বলেছেন, তার দেশ নেতানিয়াহুকে বুদাপেস্টে স্বাগত জানাবে এবং আইসিসির আদেশ সেখানে কার্যকর হবে না।