যুক্তরাজ্যে কেন ট্রাম্পের মতো নেতা চান লিজ ট্রাস?
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস মনে করেন, যুক্তরাজ্যে বড় ধরনের সংস্কার আনতে একজন "ব্রিটিশ ট্রাম্প" প্রয়োজন। শনিবার দিল্লিতে অনুষ্ঠিত হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ট্রাস বলেন, আমলাতন্ত্রে পরিবর্তন আনা এবং একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলার প্রয়োজন। আমাদেরও যুক্তরাষ্ট্রের মতো একটি মুভমেন্ট দরকার। সত্যি বলতে, আমাদের একজন ব্রিটিশ ট্রাম্প দরকার। কিন্তু প্রশ্ন হলো, কে হবেন সেই ব্যক্তি?
২০২২ সালে মাত্র ৪৯ দিনের জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ট্রাস বলেন, ডোনাল্ড ট্রাম্প যেমন 'মেক আমেরিকা গ্রেট এগেইন' আন্দোলন শুরু করেছিলেন। আমাদেরও তেমন একটি উদ্যোগের প্রয়োজন।
তিনি আরও বলেন, আমি ইতিমধ্যেই আগুনে হাত দিয়েছি এবং আঙুল পুড়িয়ে ফেলেছি। তবে সত্যিই আমাদের একজন ট্রাম্প দরকার।
ট্রাস ভারতের ভূ-রাজনৈতিক গুরুত্ব নিয়েও আলোচনা করেন। তিনি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিবাচকভাবে এগোচ্ছে। প্রযুক্তি, প্রতিরক্ষা এবং কৃষি ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে উভয় দেশই উপকৃত হচ্ছে।
বিশ্ব রাজনীতি প্রসঙ্গে ট্রাস বলেন, ক্ষমতার ভার এখন কর্তৃত্ববাদী শাসনের দিকে ঝুঁকছে। ইরান, রাশিয়া ও চীনের মতো দেশের আগ্রাসন বেড়ে চলেছে।
জাতিসংঘের কার্যকারিতা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, জাতিসংঘ আর আগের মতো সমস্যার সমাধান করতে পারছে না। তবে কোয়াড ও জি-৭-এর মতো উদ্যোগের উত্থান ইতিবাচক দিক। ভবিষ্যতে এমন আরও বিকল্প ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে।