সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
Monday , 23 December 2024
২০ জমাদিউস সানি ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪০, ৭ অক্টোবর ২০২৪

মেটার নতুন পদক্ষেপে যুক্তরাজ্যের ব্যবহারকারীদের ক্ষোভ

মেটার নতুন পদক্ষেপে যুক্তরাজ্যের ব্যবহারকারীদের ক্ষোভ
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে বসবাসকারী ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের পাবলিক পোস্ট ব্যবহার করে মেটা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে। সম্প্রতি, মেটা ব্যবহারকারীদের নোটিফিকেশন ও ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানিয়েছে। ব্যবহারকারীদের পোস্ট, কমেন্টস, ছবি এবং ছবির ক্যাপশন ব্যবহার করে এআই মডেলটি যুক্তরাজ্যের সংস্কৃতি, ভাষা ও ভৌগোলিক বিষয়গুলো বুঝতে পারবে।

এদিকে, ব্যবহারকারীরা নিজেদের পাবলিক পোস্ট এআই প্রশিক্ষণে ব্যবহৃত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা নিজেদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। অনেকেই গোপনীয়তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও মেটা জানিয়েছে, ব্যবহারকারীরা চাইলে তাঁদের তথ্য ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে পারেন। তবুও এ পদক্ষেপকে সাধারণভাবে ইতিবাচকভাবে দেখছেন না তারা।

মেটা ব্যবহারকারীদের এ বিষয়ে অবগত করতে “লার্ন হাউ উই ইউজ ইনফরমেশন অ্যাজ উই এক্সপ্যান্ড এআই অ্যাট মেটা” নামে একটি ই-মেইল পাঠিয়েছে। এতে বলা হয়েছে, ১৮ বছরের বেশি বয়সী ব্যবহারকারীদের উন্মুক্ত তথ্য ব্যবহার করা হবে। 

তবে সাবেক উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ জানিয়েছেন, যুক্তরাজ্য ও ব্রাজিলের ১৮ বছরের বেশি বয়সী ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করে এআইকে প্রশিক্ষণ দেওয়া হবে।

বিশ্লেষকরা বলছেন, শুধুমাত্র ব্রাজিল ও যুক্তরাজ্যের ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করা হবে, এটি পুরোপুরি সঠিক নয়। পূর্বে মেটা জানিয়েছিল, যুক্তরাজ্যের তথ্য সুরক্ষার নিয়ন্ত্রক সংস্থা দ্য ইনফরমেশন কমিশনার অফিসের (আইসিও) সঙ্গে এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
 

সর্বশেষ

জনপ্রিয়