ডেঙ্গুতে এক সপ্তাহে ৩২ জনের মৃত্যু
সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু কমছেই না। এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে চলতি বছর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়। বিজ্ঞপ্তি বিশ্লেষণে দেখা যায়, চলতি সপ্তাহে (শনি-শুক্রবার) ডেঙ্গুতে ৩২ জনের মৃত্যু এবং ৭ হাজার ২৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এরমধ্যে ১৯ অক্টোবর ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু এবং ১ হাজার ১২১ জন হাসপাতালে, ২০ অক্টোবর ৬ জনের মৃত্যু এবং ১ হাজার ২৯৮ জন হাসপাতালে, ২১ অক্টোবর ৩ জনের মৃত্যু এবং ১ হাজার ৩৯ জন হাসপাতালে, ২২ অক্টোবর ৭ জনের মৃত্যু এবং ১ হাজার ১৩৯ জন হাসপাতালে, ২৩ অক্টোবর ৭ জনের মৃত্যু এবং ১ হাজার ১৩৮ জন হাসপাতালে, ২৪ অক্টোবর ৪ জনের মৃত্যু এবং ১ হাজার ২৯ জন হাসপাতালে এবং ২৫ অক্টোবর ১ জনের মৃত্যু এবং ৪৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ৭০২ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ৬৪৭ জন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।