সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
Monday , 23 December 2024
২০ জমাদিউস সানি ১৪৪৬

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৫২, ৫ জুন ২০২৪

আপডেট: ১৪:২০, ৫ জুন ২০২৪

‘বাংলাদেশের চিকিৎসা সম্পর্কে বহির্বিশ্বে ভালো ধারণা আছে’

‘বাংলাদেশের চিকিৎসা সম্পর্কে বহির্বিশ্বে ভালো ধারণা আছে’
ছবি: সংগৃহীত

বাংলাদেশের চিকিৎসা সম্পর্কে বহির্বিশ্বে ভালো ধারণা আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বুধবার (৫ জুন) সকালে ঢাকা মেডিকেলে প্রথম বর্ষের এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের চিকিৎসা সম্পর্কে ভালো ধারণা আছে। সেটি ধরে রাখতে হবে। এ জন্য নতুন শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার পাশাপাশি ভালো চিকিৎসক হওয়ার পরামর্শ দেন তিনি।

এ সময় তিনি বলেন, বিএমডিসি ছাড়া কারো ভুল চিকিৎসা হয়েছে এ কথা বলার কারোর অধকিার নেই। ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকের ওপর যেভাবে আক্রমণ হয়, সেটা খুবই ন্যক্কারজনক।

সামন্ত লাল বলেন, মারধরের যে কয়টি ঘটনা মন্ত্রী হওয়ার পরে শুনেছি, প্রত্যেকটি ঘটনাই স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে জানিয়েছি। তাদের গ্রেপ্তার করতে বলেছি। কারণ এটা কিছুতেই মেনে নেওয়া যায় না, একজন চিকিৎসককে ভুল চিকিৎসার নাম করে মারধর করবে।


অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস ৮১তম ব্যাচের ৩৬০ জন শিক্ষার্থী অনুষ্ঠানে যোগ দেন।

সর্বশেষ

জনপ্রিয়