রোববার , ২২ ডিসেম্বর ২০২৪
Sunday , 22 December 2024
২০ জমাদিউস সানি ১৪৪৬

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৩:০৭, ২১ ডিসেম্বর ২০২৪

শীতে উষ্ণতা ছড়াচ্ছেন জয়া

শীতে উষ্ণতা ছড়াচ্ছেন জয়া

শীতে উষ্ণতা ছড়াচ্ছেন জয়া

শীতে উষ্ণতা ছড়াচ্ছেন জয়া
জয়া আহসানের  নতুন ছবিগুলো যেন এই শীতকালে রীতিমতো উত্তাপ ছড়াচ্ছে । ছবিগুলো তার ভক্ত অনুসারীরা ভীষণ পছন্দ করেছে। মাত্র এক ঘণ্টায় ১১ হাজার রিঅ্যাক্ট পড়ে এই পোস্টে। বয়ে যায় কমেন্টর বন্যা! তবে কেউ কেউ সমালোচনাও করেছেন। 


কয়েক দিন আগে ভারতের ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে এক ভিন্ন স্টাইলে জামদানি শাড়ি পরে সমালোচনার মুখে পড়েছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সেই বিতর্ক এখনও শেষ হয়নি, এর মধ্যে আবারও একটি ভিন্ন সাজে শাড়ি পরে ফের আলোচনায়।  দুই বাংলার প্রিয় এই অভিনেত্রী বউ সেজেছেন, তবে আর সবার চেয়ে একেবারে ভিন্ন কায়দায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে হলুদ শাড়িতে জয়ার নতুন কিছু ছবি। তার পরনে ছিল হলুদ ব্লাউজসহ শাড়ি, যা অনেকটা খোলামেলা রেখে পরেছিলেন তিনি।
শুক্রবার সকালে ফেসবুকে একাধিক ছবি শেয়ার করেন জয়া আহসান। ক্যাপশনে তিনি লেখেন, “রাজা রবি বর্মার আইকনিক পেইন্টিং থেকে অনুপ্রেরণা নিয়েছি। সেই আধুনিক শৈলীকে পুরোনো শিল্পের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করলাম।” তবে, জয়াকে এমন অবতারে দেখে নেটিজেনদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

একজন মন্তব্য করেছেন, “শীতের দিনে এমন সাজ, ঠান্ডা লাগছে না?” আরেকজন লিখেছেন, “বেশি সাহসী রূপে ধরা দিয়েছেন।”


এছাড়া আরও এক নেটিজেন মন্তব্য করেছেন, “শাড়ি এবং ব্লাউজ সুন্দর, তবে একটু কম খোলামেলা হলেও পারতেন।” তবে, জয়ার এই নতুন সাজের প্রশংসাও করেছেন অনেকে। কিছু নেটিজেন মনে করেন, তার সাজের মধ্যে আধুনিকতা এবং সাহসিকতা একত্রিত হয়েছে।


বর্তমানে, জয়া আহসান পশ্চিমবঙ্গে মুক্তির অপেক্ষায় থাকা তার নতুন সিনেমা ‘ওসিডি’ এবং বাংলাদেশে মুক্তির জন্য অপেক্ষমাণ ‘নকশী কাঁথার জমিন’, ‘জয়া আর শারমিন’, ‘ফেরেশতে’-এর জন্যও বেশ আলোচিত।

নতুন সাজ নিয়ে বিতর্ক হলেও, তার অভিনয়ের ক্ষমতা এবং সাহসী রূপের প্রতি ভালোবাসা বদলে যায়নি তার ভক্তদের মধ্যে

সর্বশেষ

জনপ্রিয়