বক্স অফিসে তোলপাড় রাজকুমার-শ্রদ্ধার
বলিউড নির্মাতা অমর কৌশিক পরিচালিত হরর-কমেডি ঘরানার ‘স্ত্রী’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। ছবিটি সেসময় ব্যবসাসফল হয়েছিল। তখন থেকেই এর সিক্যুয়ালের জন্য অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরা। তাই ‘স্ত্রী ২’ যে ভালো আয় করবে, সে বিষয়ে খানিকটা নিশ্চিত ছিলেন নির্মাতারা। মুক্তির পর এর আশাতীত সাফল্য দেখে রীতিমতো চমকে গেছেন সকলে। ছবিটি মুক্তির প্রথম দিনই নতুন রেকর্ড গড়েছে।
মুক্তির আগে থেকেই ছিল তুমুল আলোচনায়, অগ্রিম বুকিংয়েও গড়েছে রেকর্ড। ১৫ আগস্ট মুক্তির প্রথম দিনে বেশ ধামাকাদার সূচনা করে নিজেদের রাজত্বের কথা জানান দিয়েছে রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুরের চলচ্চিত্র ‘স্ত্রী ২’। প্রথমদিন ৬০ কোটির বিশাল ওপেনিংয়ের পর দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করে নিয়েছে ৩১ কোটি রুপি।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, মুক্তির দ্বিতীয় দিন ভারতে ৩১ কোটি রুপি আয় করেছে ‘স্ত্রী ২’।
যার ফলে দুই দিনে ভারতে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৯১ কোটি। দুই দিনে বিশ্বব্যাপী আয় করেছে ১২৫ কোটি রুপি।
এর আগে মুক্তির প্রথমদিন ৬০ কোটি রুপি আয় করে শাহরুখ খানের পাঠানকে টপকে যায় ‘স্ত্রী ২’। হরর-কমেডি জনরার সিনেমাটি অগ্রিম বুকিংয়েই রেকর্ড গড়ে আভাস দিয়েছিল বক্স অফিস দখলে নেয়ার।
গত বছর মুক্তি পাওয়া ‘পাঠান’-এর প্রথম দিনের আয় ৫৫ কোটি রুপি। ৬৫ কোটি ৫০ লাখ রুপি আয় করে শীর্ষস্থানটি দখলে রেখেছে শাহরুখ অভিনীত আরেক চলচ্চিত্র ‘জওয়ান’। ৬০ কোটি রুপি আয় করে প্রথমদিনের আয়ে শাহরুখের জওয়ানের পরেই অবস্থান করছে ‘স্ত্রী ২’।
এদিকে দর্শক ও সমালোচকদের কাছ থেকেও ভূয়সী প্রশংসা পাচ্ছে ‘স্ত্রী ২’।