সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
Monday , 23 December 2024
২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৪৯, ১৭ আগস্ট ২০২৪

মালয়েশিয়ায় পিছিয়ে গেল ‍তুফানের মুক্তি

মালয়েশিয়ায় পিছিয়ে গেল ‍তুফানের মুক্তি
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বহুল আলোচিত ছবি রায়হান রাফি পরিচালিত সাকিব খান ও কলকাতা জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী অভিনীত তুফান চলচ্চিত্র টি কর্মক্লান্ত প্রবাসীদের মাতাতে মালয়েশিয়ার হল গুলো তে মুক্তি দেওয়া হচ্ছে। এ খবরে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা বেশ উচ্ছাসিত। 

দেশে তো বটে, বিদেশেও দারুণ সাড়া পেয়েছে রায়হান রাফীর ‘তুফান’। গতকাল মালয়েশিয়ায় মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। তবে সেন্সর জটিলতায় সেটা সম্ভব হয়নি, জানিয়েছেন ছবিটির মালয়েশিয়া পরিবেশক জেটিজি এন্টারপ্রাইজের হেড অব মার্কেটিং অর্ণিল হাসান রাব্বি।

তিনি বলেন, ‘সেন্সর হয়ে গেছে।

তবে ছাড়পত্র পেতে দু-এক দিন সময় লাগবে। সোমবার অথবা মঙ্গলবার ছবিটি মুক্তি দেওয়া হবে।’
অর্ণিল জানান, মালয়েশিয়ার ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘তুফান’। অগ্রিম টিকিটও বিক্রি হচ্ছে ।

মালয়েশিয়া থেকে তিনি বলেন, ‘না এলে জানতেই পারতাম না, এখানে শাকিব খানের এত ভক্ত আছে। ছবিটি ঘিরে প্রচুর মানুষের আগ্রহ। তাদের কল রিসিভ করতে করতে আমার ফোন পর্যন্ত হ্যাং হয়ে যাচ্ছে!’ ‘তুফান’-এ আরো আছেন মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়