তিন খানকে নিয়ে কঙ্গনার যে ইচ্ছা
বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ঠোঁটকাটা হিসেবেও বেশ পরিচিতি রয়েছে তার। চলতি বছর ভারতের সংসদ সদস্য হওয়ার পর প্রথম সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তার। সিনেমাটির নাম ‘ইমার্জেন্সি’।
এ সিনমোয় অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন কঙ্গনা। আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
তবে, এবার তিনি বলিউডের তিন খান শাহরুখ, সালমান ও আমিরকে নিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি ‘ইমার্জেন্সি’ সিনেমার ট্রেলার মুক্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
কঙ্গনা বলেন, ‘আমি তিন খানকে নিয়ে সিনেমা বানাতে চাই। আমি তাদের মেধাকে প্রদর্শন করতে চাই। তারা খুবই প্রতিভাবান। ইন্ডাস্ট্রিকে অনেক দিয়েছেন তারা। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত।’
প্রসঙ্গত, ‘ইমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। কঙ্গনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তেজাস’। গত বছরের ২৭ অক্টোবর মুক্তি পায় এটি। কিন্তু ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুখ থুবড়ে পড়ে বক্স-অফিসে।