স্কুইড গেম সিজন ২-এর টিজার প্রকাশ
কে-ড্রামা ইন্ডাস্ট্রির ভক্ত গোটা বিশ্বজুড়ে। এই ইন্ডাস্ট্রি থেকে ২০২১ সালে মুক্তি পায় বিশ্বজুড়ে সাড়া জাগানো ড্রামা সিরিজ ‘স্কুইড গেম’। মুক্তি পর রাতারাতি বিভিন্ন দেশে নেটফ্লিক্সের টপ চার্টে সবার শীর্ষে জায়গা করে নেয় সিরিজটি। প্রথম সিরিজের সফলতার পর এবার আসছে দ্বিতীয় সিরিজ।P চিত্রনাট্যকার-পরিচালক হোয়াং ডং-হিউক নিজে টুইট করে জানিয়েছেন সে খবর।
অন্ধকার অপরাধ জগতের সঙ্গে শৈশবের খেলাঘরের কল্পকথা মিশিয়ে গোটা বিশ্বের সামনে অদ্ভুত এক স্বাদ তুলে ধরেছিল কোরিয়ান ওয়েব সিরিজটি।
প্রথম সিরিজ মুক্তি পর রাতারাতি বিভিন্ন দেশে নেটফ্লিক্সের টপ চার্টে সবার শীর্ষে জায়গা করে নেয় এ সিরিজটি। প্রথম সিরিজের সফলতার পর এবার আসছে দ্বিতীয় সিরিজ। অবশেষে ১২ আগস্ট সিরিজটির টিজার প্রকাশ করা হয় নেটফ্লিক্সের অফিসিয়াল ফেসবুক পেজে।
৩৮ সেকেন্ডের এই টিজারে কোনো সংলাপ ছিল না। এটি প্রকাশ পাবে এ বছর ২৬ ডিসেম্বর। ‘স্কুইড গেম’এর দ্বিতীয় সিজনেও আগের সিজনের অভিনেতারাই থাকছেন বলে জানা গেছে।
এবার দ্বিতীয় রাউন্ডের জন্য প্রত্যাবর্তন করছেন লি জুং-জে। তিনি থাকবেন সিউং গি-হুন চরিত্রটিতে। এছাড়া লি বিয়ুং-হুন ফ্রন্ট ম্যানের চরিত্রে এবং উই হা-জুন পুলিশের চরিত্রে অভিনয় করবেন। উই হা-জুন পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়ে তার নিখোঁজ ভাইয়ের সন্ধান করবেন।
এবার দ্বিতীয় সিজনে ইম সি-ওয়ান, কাং হা-নিউল, পার্ক সুং-হুন ও ইয়াং ডং-গিউনের মতো কিছু নতুন অভিনেতাকেও দেখা যাবে।