সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
Monday , 23 December 2024
২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫, ৩১ জুলাই ২০২৪

ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন

ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন
ছবি: সংগৃহীত

বলিউডের কিংবদন্তী ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব অমিতাভ বচ্চন।

একই ভিডিও দু’বার শেয়ার করেছেন এ অভিনেতা। প্রথমবার শেয়ার করার সময় ক্যাপশন ছিল, 'এখনও কাজের জন্য দৌড়াচ্ছেন।' দ্বিতীয় ভিডিওতে তিনি লিখেছেন, এখনও অগ্নিপথ থেকে পালিয়ে বেড়াচ্ছি। আমি এখন অগ্নিপথ থেকে কাজের জন্য দৌড়াচ্ছি।

মূলত ঘটনার শুরু সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্টের মাধ্যমে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন বিগ বি। ছবিতে দেখা যায়, ক্যামেরার সামনে ছুটছেন তিনি। তিনি ভেবেছিলেন এটা ১৯৯১ সালের অগ্নিপথ সিনেমার ক্লিপ। সেভাবেই ক্যাপশন লিখেছিলেন।

বচ্চন পরিবার ঘিরে অভিষেক-ঐশ্বরিয়ার ‘বিবাহ-বিচ্ছেদের গুঞ্জন’-এর খবরে এ অভিনেতা এমনিতেই ভীষণ বিব্রত। এর ওপর ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে হঠাৎ ক্ষমা চাইলেন বর্ষিয়ান অভিনেতা অমিতাভ বচ্চন।
ভিডিও দেখে নেটিজেনরা তো যারপর নাই অবাক! এটা তো অগ্নিপথের ক্লিপ নয়। এ তো অমিতাভ অভিনীত ‘আকাইলা’সিনেমার ভিডিও। 

এ বিষয় নিয়ে অনেকেই কমেন্ট বক্সে মন্তব্যও করেছেন। এরপরই অমিতাভ ক্ষমা চেয়ে ইনস্টাগ্রাম পোস্ট করে লেখেন, আমি ক্ষমাপ্রার্থী। এই পালিয়ে যাওয়ার ভিডিও যেটা আমি শেয়ার করে লিখেছি অগ্নিপথের। সেটা একেবারেই ভুল ছিল। কারণ, ওই দৃশ্যটি আকেলা ছবির। যারা বিষয়টি আমায় মনে করিয়ে দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ।

কেন ক্ষমা চাইলেন এ অভিনেতা? তিনি কোনও ‘বড়সড় ভুল’করে ফেলেছেন কি না! বিষয়টা কী? এ নিয়ে অনেক নেটিজেনদের মনে তুমুল আগ্রহের জন্ম নেয়।

বর্তমানে বক্সঅফিস কাঁপাচ্ছে ‘কল্কি ২৯৮৯ এডি’। এ সিনেমায় বিগবি’র দুর্দান্ত অভিনয় দেখে দর্শকরা ভুয়সি প্রশংসা করছে। এদিকে সিনেমা সমালোচকরা বলছেন, ৮১ বছর বয়সেও তার স্ক্রিন প্রেজেন্স চমকে দেওয়ার মতো। বোঝা যায়, কল্কির এই সাফল্য চমৎকারভাবে উপভোগ করছেন অভিনেতা অমিতাভ বচ্চন।

সর্বশেষ

জনপ্রিয়