রাষ্ট্রপতির বঙ্গভবনে শিক্ষার্থীদের প্রতিনিধি দল
সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি নিয়ে বঙ্গভবন প্রবেশ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।
আজ রবিবার দুপুর ২টা ২৫ মিনিটে ১১ সদস্য বিশিষ্ট শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যান। পুলিশ সদস্যরা তাদেরকে ভেতরে নিয়ে যান।
প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাহিদ ইসলাম, আব্দুল হান্নান মাসউদ, আসিফ মাহমুদ, রাশিদুল ইসলাম রিফাত, আব্দুল কাদের, মো. মাহিন ও হাসিব আল ইসলাম।
এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজের দুইজন নারী প্রতিনিধি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী রয়েছেন।