সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
Monday , 23 December 2024
২০ জমাদিউস সানি ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:০২, ২৯ অক্টোবর ২০২৪

রিজার্ভ ডলার বিক্রি নিয়ে বাংলাদেশ ব্যাংকের লুকোচুরি

রিজার্ভ ডলার বিক্রি নিয়ে বাংলাদেশ ব্যাংকের লুকোচুরি
ছবি: সংগৃহীত

রিজার্ভ থেকে ডলার বিক্রি নিয়ে চলছে লুকোচুরি। বাংলাদেশ ব্যাংক এই বিষয়টিকে গোপন রাখার চেষ্টা করছে। যদিও গত আগস্টের মাঝামাঝি সময়ে গভর্নর ড. আহসান এইচ মনসুর ঘোষণা দিয়েছিলেন যে, রিজার্ভ থেকে আর ডলার বিক্রি করা হবে না। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, এই ঘোষণা কার্যকর হয়নি; আগস্ট থেকেই রিজার্ভ থেকে ডলার বিক্রি অব্যাহত রয়েছে এবং অক্টোবরেও সেই বিক্রি অব্যাহত ছিল। তবু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে না।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের ২৮ অক্টোবর পর্যন্ত প্রায় ৯৮০ মিলিয়ন ডলার বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে বিক্রি করা হয়েছে। আগস্টে ১৭০ মিলিয়ন, সেপ্টেম্বরে ১১০ মিলিয়ন এবং অক্টোবরে প্রায় ২০ মিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে। এই ডলার বিক্রির কারণ হিসেবে ব্যাংকটি জানায়, মূলত রিজার্ভ বাড়ানোর উদ্দেশ্যে ডলার বিক্রি বন্ধ রাখা হয়েছে। তবে এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে জোরালো আলোচনা চলছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা জানান, নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর রিজার্ভ থেকে একটি ডলারও বিক্রি করা হয়নি এবং ডলার বিক্রি নিয়ে কোনো লুকোচুরি হচ্ছে না।
আইএমএফের লক্ষ্য অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে রিজার্ভের নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে। তবে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। আইএমএফের মানদণ্ড অনুযায়ী তা ১৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। এর মধ্যে বিভিন্ন ব্যয় বাদ দিয়ে ব্যয়যোগ্য রিজার্ভ দাঁড়াচ্ছে প্রায় ১৩ বিলিয়ন ডলার, যা ভবিষ্যৎ লক্ষ্য পূরণে বেশ চ্যালেঞ্জিং।
গত আগস্ট ও সেপ্টেম্বরে গভর্নর বলেছিলেন যে রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রাখা হয়েছে এবং ডলার আসার মাধ্যমে রিজার্ভ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বর্তমান রিজার্ভের অবস্থা আরও নিম্নমুখী হতে চলেছে, যা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

সূত্র: আজকের পত্রিকা

সর্বশেষ

জনপ্রিয়