বুধবার , ১২ মার্চ ২০২৫
Wednesday , 12 March 2025
১২ রমজান ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৪, ১১ মার্চ ২০২৫

জামালপুরে ৫ বছরের শিশু ধর্ষণ, কিশোরের বিরুদ্ধে মামলা

জামালপুরে ৫ বছরের শিশু ধর্ষণ, কিশোরের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে গান শোনার লোভ দেখিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৫ বছরের এক কিশোরের বিরুদ্ধে গতকাল সোমবার রাতে মাদারগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গতকাল দুপুরে মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বাসিন্দা ওই কিশোর শিশুটিকে গান শোনানোর কথা বলে কৌশলে তার ঘরে নিয়ে যায়। পরে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে তার মা গিয়ে তাকে উদ্ধার করে। তবে কিশোর পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। শিশুটিকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

সর্বশেষ

জনপ্রিয়