অন্তর্বর্তীকালীন সরকার পুলিশকে রাজনৈতিক মুক্ত করতে কাজ করছেন-আইজি
অন্তর্বর্তীকালীন সরকার পুলিশকে রাজনৈতিক মুক্ত করতে কাজ করছেন-আইজিপি
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ বাহিনীকে রাজনৈতিক মুক্ত করতে কাজ করছেন। ফ্যাসিবাদি সরকারের পতনের পর দেশটাক বিনামার্ণ এবং বৈষম্য দূরীকরণের কাজ অব্যহত রয়েছে। পুলিশকে আরো আধুনিকায়ন করার লক্ষে সরকার প্রযুক্তিগত চিন্ত ভাবনা করছেন।
বুধবার সকালে বাংলাদেশ পুলিশ একাডেমী (বিপিএ), সারদা কর্তৃক আয়োজিত ৪০তম ক্যাডেট এসআই ২০২৩ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন আইজিপি। এই ব্যাচে ২২জন নারী অফিসারসহ ৪৮০জন শিক্ষনবিশ ক্যাডেট (এসআই) অংশ গ্রহন করেছে। ওই সময় প্যারেড কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। পরে তিনি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ১বছর মেয়াদী এই প্রশিক্ষণ বেস্ট একাডেমী হিসাবে ক্যাডেট (এসআই) বদিউজ্জামান, বেস্ট ইন ফিল্ড এক্টিভিটিজ শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) নজরুল ইসলাম, বেস্ট শ্যুটার অর্জন ও বেস্ট সুইমার হিসাবে শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) নয়ন কুমার ঢালী এবং সর্ব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) রফিকুল ইসলামকে বেস্ট ক্যডেট পদক প্রদান করেন।
পরিশেষে আইজিপি নবীন কর্মকর্তাদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহবান জানান এবং বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি বলেন, পুলিশ বাহিনীর প্রায় ৯০শতাংশ কাজ করে এসআই। তাদের দায়িত্ব পালনের সময় খেয়াল রাখতে হবে, অন্যায়ভাবে যেন কেউ হয়রানীর শিকার না হয়। বিশেষ করে, সকল শ্রেনীর প্রতিবন্ধি নারী ও পুরুষের দিক বিবেচনা করতে হবে। নবীন ক্যাডেটদের মৌলিক প্রশিক্ষণ শেষ হয়েছে এবং তার সাথে দায়িত্ব বৃদ্ধি হচ্ছে। প্রতিটি মুহূর্ত সবাইকে শিক্ষা অর্জন করতে হবে। দেশ সেবাই নিজেকে নিয়োজিত করতে পুলিশ বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ।
বিপিএ সমাপনী কুচকাওয়াজে রাজশাহী বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমশিনার, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসারসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।