হিলি দিয়ে প্রথমবার ভারত থেকে মিষ্টিআলু আমদানি
দেশের বাজারে ভালো চাহিদা থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে মিষ্টিআলু আমদানি করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ভারত থেকে মিষ্টিআলুবাহী ট্রাকটি দেশে প্রবেশ করে। একটি ট্রাকে ২৫ টন ৭৫০ কেজি মিষ্টিআলু আমদানি করা হয়েছে।
বগুড়ার এনি এন্টারপ্রাইজ এই মিষ্টিআলু আমদানি করেছে। ভারতের কলকাতার এশিয়ান এন্টারপ্রাইজ নামের রফতানিকারক প্রতিষ্ঠান এসব রফতানি করেছে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধকেন্দ্রের উপসহকারী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এর আগে হিলি স্থলবন্দর দিয়ে কখনোই মিষ্টিআলু আমদানি হয়নি। আজকেই (সোমবার) প্রথম হিলি স্থলবন্দর দিয়ে মিষ্টিআলু আমদানি করা হয়েছে। একটি ট্রাকে ২৫ টন ৭৫০ কেজি মিষ্টিআলু আমদানি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যেই আমদানিকারকের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আমরা বন্দরে অবস্থিত ট্রাক থেকে নমুনা সংগ্রহ করেছি তা পরীক্ষানিরীক্ষা করে সনদপত্র প্রদান করবো। এরপর কাস্টমস কর্তৃপক্ষ তাদের পরীক্ষণ শুল্কায়ন ও আরোপিত শুল্ক পরিশোধসাপেক্ষে ছাড়করণ দেবেন। এরপরই আমদানিকারকরা বন্দর থেকে মিষ্টিআলুগুলো খালাস নিতে পারবেন।’