একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতে দণ্ডিত সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে রবিবার (১ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। দলটি রবিবার (১ ডিসেম্বর) রাতে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে দাবি করেছে, ‘সংবিধান, আইন ও সকল বিচারিক রীতিনীতি লংঘন করে সম্পূর্ণ অবৈধভাবে খালাস করে বিচারের পথ বন্ধ করে দেওয়া হয়েছে।’ এ রায়ের প্রতিবাদও জানিয়েছে দলটি।