যুক্তরাজ্যের নর্থ ওয়েস্টে আয়োজন হয়েছিল এক আবেগঘন, হৃদয়ছোঁয়া বিকেলের—কবিতা, কণ্ঠ ও কৃতজ্ঞতায় মোড়ানো নূরুল ইসলাম সোহাগের সুবর্ণ জন্মজয়ন্তী। স্থানীয় ক্যাফে গ্রীল রয়টনে অনুষ্ঠিত এই আয়োজনে মিলিত হন উত্তর ইংল্যান্ডের বিভিন্ন শহরের কবি, সাহিত্যিক, সাংবাদিক, এবং সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।